Intro
আমি কাওছার আহমদ।
পরিবারের খাবার-খরচ চালানোর জন্য আল্লাহ আমাকে একটা চাকুরি দিয়েছেন। বর্তমানে সিলেট সরকারি কলেজে বাংলা বিভাগে প্রভাষক হিসেবে আছি।
এর আগে তেমন কিছু করার ছিল না বলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনা করে অনার্স ও মাস্টার্সে নিজের ব্যাচে ফার্স্ট হইছি। বের হয়ে একটা প্রাইভেট কলেজে ছয় মাস কামলা খাটছি। এরপরে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সহকারি শিক্ষক হিসেবে প্রায় সাড়ে তিন বছর ছিলাম। দারুন জায়গা। এখনও মিস করি....... আমাকে অনেক কিছু শিখিয়েছে।
বয়স ছিলো বলে আরও দশ জনের মতো আমিও " ৩৪ তম বিসিএস " দেই। আল্লাহ কারীম.....। আল্লাহ আমাকে বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারে চাকুরি দেন।
কলেজে বাংলা এর পাশাপাশি " আইসিটি " ও ক্লাস নেই। ছাত্রদের সাথে ইন্টারমিডিয়েট , ইউনিভার্সিটি এডমিশন, বিসিএস এসব বিষয়ে কথা বলতে ভালো লাগে।
NOC
No data found
Academic Information
SSC From Sylhet on Science
Session: 2002-2003
HSC From Sylhet on Arts
Session: 2004-2005
B.A. From ShahJalal University of science and technology on Bengali
Session: 2005-2006
M.A. From ShahJalal University of science and technology on Bengali
Session: 2009-2010
Professional Degree
No data found
Training
No data found
Publications
No data found